প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েডের নয়া ভার্সান অ্যান্ড্রয়েড ৭.০ Nougat বা অ্যান্ড্রয়েড N ইতোমধ্যেই সাড়া ফেলে দিয়েছে টেক-বিশ্বে। এবার এই ভার্সানটির ৮টি ফিচারের সঙ্গে পরিচিত হওয়া যাক।
১. অ্যান্ড্রয়েড N-এ ব্যবহারকারীরা দু'টি অ্যাপ একসঙ্গে খুলতে পারবেন। স্প্লিট স্ক্রিন করে। যেমন, অ্যান্ড্রয়েড N-এ আপনি টুইট করতে করতে ইউটিউবে কোনও ভিডিয়ো দেখতে পারেন, এর একই সঙ্গে।
২. এই ভার্সানে কুইক সেটিংস আরও বেশি করে ব্যবহার করতে পারবেন। একটা কুইক সেটিংস স্ক্রিনে একসঙ্গে ৯টি টগল রাখতে পারবেন। গুগল কি-বোর্ডেও যুক্ত হচ্ছে নয়া ফিচার।
৩. অ্যান্ড্রয়েড N ব্যবহারকারীরা বোর্ডে নতুন থিম, বর্ডার, নানা রং ব্যবহার করতে পারবেন। এছাড়াও নতুন ইমোজি থাকছে, যেগুলি ইউনিকোড ৯ সার্টিফায়েড।
৪. অ্যান্ড্রয়েড N-এ যে কোনও চ্যাট-এ সরাসরি উত্তর দেওয়া যাবে। যা আপাতত অ্যান্ড্রয়েড মার্শমেলো-তে পাওয়া যায়। ফোনের স্ক্রিন টার্নড অফ থাকলেও Doze কাজ করবে। আর এর ফলে ব্যাটারি লাইফ আরও বেশি বাড়বে।
৫. কোনও অ্যাপ ব্যবহার করতে করতে আগের ব্যবহৃত অ্যাপ-টি ব্যবহার করতে হলে, স্রেফ ডাবল টাচ করলেই পাওয়া যাবে।
৬. ডায়ালার, হ্যাংআউটস, মেসেঞ্জারের মতো অ্যাপগুলি ব্যবহার করে খুব সহজেই একেবারে সিস্টেম লেভেলে ব্লক করা যাবে যে কোনও ফোন নম্বর। Doze নামক ফিচারটি অ্যান্ড্রয়েড মার্শমেলো-তে রয়েছে।
৬. এছাড়া অ্যান্ড্রয়েড N-এ ফিচারটিতে লকস্ক্রিনেও থাকবে চিকিত্সাজনীত জরুরি পরিষেবার সব নম্বর।