News71.com
 Technology
 17 Aug 16, 12:30 PM
 875           
 0
 17 Aug 16, 12:30 PM

ফেসবুকের 'যন্ত্রণাদায়ক' টার্নিং পয়েন্ট সম্পর্কে মতামত প্রকাশ করলেন জাকারবার্গ

ফেসবুকের 'যন্ত্রণাদায়ক' টার্নিং পয়েন্ট সম্পর্কে মতামত প্রকাশ করলেন জাকারবার্গ

 

প্রযুক্তি ডেস্ক: ফেসবুক এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি। আর এই প্রতিষ্ঠানটির এই পর্যন্ত আসার পেছনে নেতৃত্ব দিয়েছেন যিনি, তার নাম মার্ক জাকারবার্গ। সম্প্রতিক সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্টের এই প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তার নিজের এবং নিজের প্রতিষ্ঠানের সাফল্যের মাঝপথে আসা চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেছেন।

এক সাক্ষাৎকারে মার্ক জাকারবার্গ ফেসবুকের অরক্ষিত দিক ও তার ব্যর্থতাও নিয়ে কথা বলেন। আর এর মধ্যে ছিলো ফেসবুক ইতিহাসের টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনা, যা আবার 'যন্ত্রণাদায়ক' ছিলো বলেই অভিমত মার্ক জাকারবার্গের।

ফেসবুক সিইও বলেছেন, যখন ইয়াহু প্রচুর অর্থের বিনিময়ে ফেসবুক কেনার প্রস্তাব দেয় তখন তা রাখা বা ফিরিয়ে দেয়াটা আমার জন্য কঠিন ছিলো। এটাই ছিলো ফেসবুক ইতিহাসের টার্নিং পয়েন্ট, এবং অবশ্যই সেটা 'যন্ত্রণাদায়ক'।

বিগত ২০০৬ সালে এক কোটি ব্যবহারকারী নিয়ে দু'বছরে পা রাখা ফেসবুককে এক বিলিয়ন মার্কিন ডলারে কিনতে চেয়েছিলো ইয়াহু। এতে করে জাকারবার্গ বলেছেন, তখন ওই সময় ইয়াহুর প্রস্তাব গ্রহণ করা উচিত বলে রায় দিয়েছিলেন ফেসবুকের অধিকাংশ কর্মকর্তারা। কিন্তু তিনি নিজে ও তার আরেক সহযোগী দাস্তিন মস্কোভিটজ সিদ্ধান্ত নিয়েছিলেন, নিজস্ব গতিপথেই ব্যবসা অব্যাহত রাখবে ফেসবুক। এতে করে আহত হয়েছিলেন অন্যান্যরা।

জাকারবার্গ বলেন, 'ইয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যানটা যন্ত্রণাদায়ক ছিলো না; আমরা কি করছি তা অন্যান্যদের বোঝানোটা ছিলো যন্ত্রণাদায়ক। আর এরই পরিণতিতে এক বছরের ব্যবধানে ফেসবুকের পুরো ব্যবস্থাপনা দল চলে যায়।'

এই প্রস্থানের জন্য নিজেকে দোষারূপ করে জাকারবার্গ বলেছেন 'আমি মনে করি, এর জন্য দায়ী আমার যোগাযোগ অদক্ষতা, আমরা কি করার চেষ্টা করছি সেটাই আমি ভালোভাবে অন্যান্যদের বোঝাতে পারিনি, টেনশনের কারণে।' সেখানে জাকারবার্গ ফেসবুকের নানান পণ্য ও এর প্রেক্ষিত নিয়ে কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন