News71.com
 Technology
 29 Jul 16, 06:32 PM
 879           
 0
 29 Jul 16, 06:32 PM

গ্যালাক্সি জে২ এর ২০১৬ সংস্করণ এখন বাজারে       

গ্যালাক্সি জে২ এর ২০১৬ সংস্করণ এখন বাজারে          

প্রযুক্তি ডেস্ক: জে ২ এর ২০১৬ সংস্করণদেশের বাজারে গ্যালাক্সি জে সিরিজে জে২ ২০১৬ সংস্করণটি উন্মুক্ত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। নতুন এই স্মার্টফোনটিতে ফিচার হিসেবে যুক্ত হয়েছে টারবো স্পিড প্রযুক্তি (টিএসটি) ও স্মার্ট গ্লো।

স্যামসাংয় বলেছে, টারবো স্পিড প্রযুক্তিটি (টিএসটি) দ্রুতগতিতে অ্যাপ লোড করে ও স্মার্ট গ্লো হচ্ছে কাস্টমাইজ্যাবল কালার এলইডি নোটিফিকেশন পদ্ধতি।

স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেংওয়ান ইউন বলেন, টারবো স্পিড প্রযুক্তি যোগ করার মাধ্যমে স্যামসাংয়ের প্রকৌশলীরা বিশাল অগ্রগতি অর্জন করেছেন। প্রযুক্তিটি অপারেটিং সিস্টেমের সর্বোত্তম ব্যবহার ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে গতানুগতিক ধারার বাইরে হার্ডওয়্যারের কার্যক্ষমতা নিশ্চিত করে। স্মার্ট গ্লো নোটিফিকেশন পদ্ধতি ডিভাইসটিতে যোগ করেছে নতুন ডিজাইন। এছাড়া এতে আছে এস বাইক মোড ও আল্ট্রা ডেটা সেভিং মোড। এই ফোনটির দাম ১৩ হাজার ৪৯০ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন