News71.com
 Technology
 22 Jul 16, 03:06 PM
 999           
 0
 22 Jul 16, 03:06 PM

৩৫ হাজারে মিলবে নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড ফোন

৩৫ হাজারে মিলবে নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড ফোন

 

প্রযুক্তি ডেস্ক: এক সময় রাজকীয় হালে বাজার দখলে রেখেছিলো নকিয়া ফোন। সেই দখল অন্য প্রতিদ্বন্দ্বীরা নিয়ে নিলে মাইক্রোসফটের হাতে সব তুলে দিয়ে স্মার্টফোন উৎপাদনই বন্ধ করে দেয় ফিনিশ প্রতিষ্ঠানটি। কিন্তু আশার খবর হলো, আবারও স্মার্টফোনের বাজারে ফিরছে নকিয়া। আর এই ফেরাটা সাধারণ ফেরা নয়; যথারীতি রাজকীয় হালেই। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত দু'টি ফোন নিয়ে বাজার প্রতিযোগিতায় নামছে এক সময়কার তুমুল জনপ্রিয় প্রতিষ্ঠান নকিয়া।

জানা গেছে, নকিয়ার স্মার্টফোন তৈরির অনুমোদন পেয়েছে এইচএমডি গ্লোবাল। আগামী ১০ বছর নকিয়া ব্র্যান্ডের অধীনে ফোন তৈরির অনুমোদন পেয়েছে এই প্রতিষ্ঠানটি। 'গিজমো চায়না' ওয়েবসাইটে বলেছে, নতুন মডেল দু’টির স্ক্রিন সাইজ হবে ৫.২ ও ৫.৫ ইঞ্চির। ডিসপ্লে হবে অ্যালিড ও কোয়াড এইচ ডি রেজ্যুলেশনের। সাইটটির ওই রিপোর্ট মোতাবেক, নকিয়া স্মার্টফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপ সেট, সঙ্গে অ্যান্ড্রয়েড এন বা অ্যান্ড্রয়েড নোগাট আপডেট। সেই সঙ্গে ২২.৬ এমপি প্রাইমারি ক্যামেরা।

কিন্তু সবচেয়ে বড় যে তথ্যটি চলতি সপ্তাহে টুইটারে ফাঁস হয়েছে, সেটি হল এই মডেল দু’টির আনুমানিক দাম। নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম হতে পারে ৩০,০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫,০০০ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন