আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাওয়ার মধ্যেই ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ গাইডেড বোমা কিট বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন মার্কিন ডলারের গাইডেড বোমা কিট এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর। ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, এই সম্ভাব্য অস্ত্র বিক্রির আওতায় ইসরায়েল ৩ হাজার ৮৪৫টি কেএমইউ-৫৫৮বি/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন (জেডিএএম) গাইডেন্স কিট পাবে যা বিএলইউ-১০৯ বোমায় ব্যবহার করা হয়। এছাড়া ৩ হাজার ২৮০টি কেএমইউ-৫৭২ এফ/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন (জেডিএএম) কিটও পাবে দেশটি যা এমকে-৮২ বোমায় ব্যবহৃত হয়। এ ছাড়া থাকবে প্রকৌশল, সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তা।