আন্তর্জাতিক ডেস্কঃ এবার নিউইয়র্কের ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হয়ে ‘সঠিক আচরণ না করলে, এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স নিউজের উপস্থাপিকা মারিয়া বার্তিরোমোর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন- মামদানি যদি জয়ী হন, সেটা হবে ‘অবিশ্বাস্য’। কারণ তিনি একজন খাঁটি কমিউনিস্ট। আগেই বলে রাখছি, যদি তিনি মেয়র হন, তবে আমাকে প্রেসিডেন্ট হিসেবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। না হলে নিউইয়র্ক কোনও অর্থ পাবে না।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মামদানি স্পষ্ট করে দিয়েছেন, তিনি কোনও কমিউনিস্ট নন। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, আমি আমার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে বলছি- আমি কমিউনিস্ট নই। প্রেসিডেন্ট আমার চেহারা, কণ্ঠস্বর ও পরিচয় নিয়ে কথা বলছেন, কারণ তিনি চান আমি আমার লড়াই থেকে সরে যাই। আমি মার্টিন লুথার কিং জুনিয়রের আদর্শে অনুপ্রাণিত। এই নগরীর ভবিষ্যৎ গড়ার লড়াই থেকে আমাকে সরানো যাবে না।