আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের কোয়ের দ্য এলেইন শহরের কাছে আগুন নেভাতে গিয়ে স্নাইপার হামলার শিকার হয়েছেন দমকলকর্মীরা। এতে অন্তত দুই জন নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার (২৯ জুন) দুপুরে কানফিল্ড পর্বতমালার দুর্গম এলাকায় আগুন নিয়ন্ত্রণে গেলে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় দমকল ও জরুরি সহায়তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছিল বলে জানানো হয়েছে। কুটেনেই কাউন্টির শেরিফ রবার্ট নরিস স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখনো স্নাইপারদের গুলির মুখে আছি। যারা হামলা চালিয়েছে তারা সম্ভবত একাধিক। গুলিবর্ষণ এখনো চলছে।’ হামলাকারীরা ‘উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল’ ব্যবহার করেছে এবং তারা আগাম প্রস্তুতি নিয়ে পার্বত্য বনের ঝোপঝাড়ে আত্মগোপন করে ছিল।