News71.com
 International
 16 Jan 16, 02:08 AM
 902           
 0
 16 Jan 16, 02:08 AM

কেনিয়ায় সেনা নিহত

কেনিয়ায় সেনা নিহত

আফ্রিকার কয়েকটি দেশের সেনা এক যুগেরও বেশি ধরে সোমালিয়ায় জঙ্গি বিদ্রোহীদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। চোদ্দ ঘণ্টা আগে শুক্রবার ইসলামপন্থী সংগঠন আল শাবাব দক্ষিনপশ্চিম সোমালিয়ায় নিয়োজিত আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনীর ওপর এক ভয়ঙ্কর আক্রমন করে।মগাদিশু থেকে ৩৪০ মাইল পশ্চিমে কেনিয়া সিমান্তে। আত্মঘাতি গারিবমা, সঙ্গে ভারি বন্দুকের গুলি করে কেনিয়ান সেনাদের এক ঘাতিতে, রিপোর্ট আল যাজীরা। ৬৩ জন কেনিয়ার সেনা কর্মকর্তা হত বলে দাবি জঙ্গি সংগঠনটির। কিন্তু বিশ্লেষকদের মতে জঙ্গিরা বাড়িয়ে বলছে। আল শাবাব তৃতীয় বারের মতো আফ্রিকান ইউনিয়ন সেনা ঘাটিতে হামলা চালাল। বিবিসি জানায়, জঙ্গিরা খ্রিস্টানদেরকে মুসলমানদের থেকে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে আলাদা করতে চায়। গার্ডিয়ান সুত্রে, জঙ্গিরা বেকারদের কাজ দিয়ে তাদের সমর্থক বানিয়েছে কিন্তু সিরিয়া আইন নিয়ে তাদের কঠোর বক্তব্য মুসলমানদের মধ্যে এই আল কায়েদা সমর্থিত চরমপন্থি সংগঠনটি দিনে দিনে মুসলিমদের মধ্যে তাদের জনপ্রিয়তা হারিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন