News71.com
 International
 13 Apr 24, 08:50 PM
 162           
 0
 13 Apr 24, 08:50 PM

ইরানের সম্ভাব্য হামলা নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইসরাইলি প্রধানমন্ত্রী॥

ইরানের সম্ভাব্য হামলা নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইসরাইলি প্রধানমন্ত্রী॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, হামলায় ইরান ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। ইরানের এ ধরনের বড় হামলার শঙ্কার মধ্যে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন, ইরান যদি ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য ‘চ্যালেঞ্জিং’ হয়ে যাবে। তবে ইসরায়েল জানিয়েছে তারা ‘আক্রমণাত্বক ও রক্ষণাত্বক’ উভয় ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে।

 

জানা গেছে, ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের দুই জেনারেলসহ সাত উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ওই হামলার প্রতিশোধ নিতেই সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন