News71.com
 International
 11 Apr 24, 10:53 PM
 17           
 0
 11 Apr 24, 10:53 PM

দক্ষিণ কোরিয়ার নির্বাচনে ক্ষমতাসীন দলের বড় পরাজয়॥

দক্ষিণ কোরিয়ার নির্বাচনে ক্ষমতাসীন দলের বড় পরাজয়॥

 

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচনে হেরে গেছে বর্তমান ক্ষমতাশীন দল পিপলস পাওয়ার পার্টি। বিপরীতে ছোট কয়েকটি দলের সঙ্গে মিলে প্রধান বিরোধী দল দ্য ডেমোক্রেটিক পার্টি (ডিপিকে) পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১৯২টি আসন জিতে নিয়েছে। জয়ের পর ডিপিকের নেতা লি জে-মিয়াং বলেছেন, এটা শুধু ডেমোক্রেটিক পার্টির বিজয় নয়, এটা মানুষের বিজয়। উভয় পক্ষের রাজনীতিকদের এখন চলমান অর্থনৈতিক সংকট কাটানোর জন্য কাজ করতে হবে।মানুষের জীবনমানের উন্নয়নে ডেমোক্রেটিক পার্টি সমাধান বের করার কাজে নেতৃত্ব দেবে।২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইউনের কাছে সামান্য ভোটে হেরে গিয়েছিলেন লি।তিনিই এখন প্রেসিডেন্ট নির্বাচন হতে পারেন। খবর বিবিসি। বর্তমান প্রেসিডেন্ট ইউন একাধিক বিষয় নিয়ে চাপের মধ্যে আছেন। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, বয়স্ক মানুষদের সংখ্যা বৃদ্ধি ও চিকিৎসকদের চলমান ধর্মঘট অন্যতম। নির্বাচনে পরাজয়ের পর ইউলের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হান ডা-সু ও ক্ষমতাসীন দলের নেতা হ্যান ডন-হুং পদত্যাগ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন