News71.com
 Sports
 11 Apr 23, 10:36 PM
 100           
 0
 11 Apr 23, 10:36 PM

লিটনের আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে।।সাকিব

লিটনের আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে।।সাকিব

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের খেলার কথা ছিল এবারের আইপিএলে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স থেকে শেষদিকে নিজের নাম সরিয়ে নেন তিনি। তার বদলে দলটি নিয়েছে জেসন রয়কে। সাকিবের ব্যস্ততা এখন মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে।আজ মঙ্গলবারও ফতুল্লায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাকিব মাঠে নামেন। ম্যাচটিতে ১০ রানে জয় পায় মোহামেডান। এরপর সন্ধ্যায় একটি কফি শপের উদ্বোধন অনুষ্ঠানে যান। এ সময় আইপিএল দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘খুব বেশি আইপিএল দেখা হচ্ছে না, প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত।’

 

সাকিব না গেলেও কলকাতার হয়ে আইপিএল খেলতে গেছেন তার জাতীয় দলের সতীর্থ লিটন কুমার দাস। ইতোমধ্যে দলের হয়ে অনুশীলনও শুরু করেছেন তিনি। তার জন্য কি সাকিবের কোনো বার্তা আছে? সাকিব জানান, যথেষ্ট লিটনের অভিজ্ঞতা আছে। তার এই আইপিএল খেলা বিশ্বকাপেও কাজে লাগবে বলে বিশ্বাস সাকিবের। তিনি বলেন, ‘কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একইসঙ্গে সে যদি সুযোগ পায়, আমি চাইবো সেটা যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, নিজের মতো খেলতে পারে তাহলে সফল হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন