News71.com
 Sports
 10 Apr 23, 11:52 AM
 101           
 0
 10 Apr 23, 11:52 AM

পাঞ্জাবকে হারিয়ে আইপিএলে হায়দরাবাদের প্রথম জয়।।

পাঞ্জাবকে হারিয়ে আইপিএলে হায়দরাবাদের প্রথম জয়।।

স্পোর্টস ডেস্ক: পাঞ্জাব কিংসের হয়েই একাই লড়ে গেছেন শিখর ধাওয়ান। এক রানের জন্য তিনি পূর্ণ করতে পারেননি সেঞ্চুরি। বাকি ব্যাটারদের ব্যর্থতায় অবশ্য খুব বেশি সংগ্রহ পায়নি দলটি। অপরদিকে প্রথম জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ভালোই করে সানরাইজার্স হায়দরাবাদ। কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছায় ১৭ বল হাতে রেখেই। 

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ ম্যাচে আসরের প্রথম হার দেখল পাঞ্জাব। অপরদিকে ৮ উইকেটের এই জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসল হায়দরাবাদ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাব দিতে নেমে রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করামের দারুণ ব্যাটিংয়ে ১৭ ওভার ১ বলেই জয় পায় হায়দরাবাদ। প্রথম বলে প্রাবসিমরান সিংকে হারিয়ে শুরু হয় পাঞ্জাবের ইনিংস। অধিনায়ক শিখর ধাওয়ান একপ্রান্তে লড়তে থাকলেও অপরপ্রান্তে উইকেটের মিছিল শুরু হয়। দুই অঙ্কের ঘর স্পর্শ করা আরেক ব্যাটার ছিলেন স্যাম কারেন (২২)। লড়তে থাকা ধাওয়ান ফিফটি পূর্ণ করেন ৪২ বলে। তবে ৯৯ রানেই শেষ হয় তার ইনিংস। অপরাজিত এই ইনিংস তিনি সাজান ৫ ছক্কা ও ১২ চারে।হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেন মায়াঙ্ক মারকান্দে। চার ওভার বল করে ১৫ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। জোড়া উইকেট নেন মার্কো ইয়ানসেন ও উমরান মালিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন