News71.com
 Sports
 06 Feb 23, 11:15 PM
 169           
 0
 06 Feb 23, 11:15 PM

এশিয়া কাপ এখন চায়ের কাপ।।সালমান বাট

এশিয়া কাপ এখন চায়ের কাপ।।সালমান বাট

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটছেই না। টুর্নামেন্টটির এবারের আসর পাকিস্তানের মাটিতে হওয়ার কথা থাকলেও ভারতের বিরোধিতায় ভেন্যু নিয়ে তৈরি হয়েছে এই জটিলতা। তাই পরবর্তী আসর কোথায় হবে তা এখনও অনিশ্চিত। টুর্নামেন্টটি নিয়ে তাই খুব একটা আশাবাদী হতে পারছে না পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। ভারতের অনীহায় এশিয়া কাপের ভেন্যু নিয়ে সংকট কাটছেই না। রাজনৈতিক বৈরিতার জন্য পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ খেলতে দেশটিতে যাবে না ভারত। বিসিসিআই এমন সিদ্ধান্ত জানানোর পর শুরু হওয়া জটিলতা দিনে দিনে বাড়ছেই। সংকট নিরসনে বাহরাইনে বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) জরুরি সভাও। তাতেও কাজ হয়নি। জানা গেছে, আগামী মার্চে চূড়ান্ত হবে এশিয়া কাপের স্বাগতিক দেশ। ভারতের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হবে, আছে এমন গুঞ্জনও। বিশ্বকাপের পর সবচেয়ে বড় ক্রিকেট ইভেন্ট নিয়ে এমন হযবরল অবস্থা হতাশ করেছে ক্রিকেট সংশ্লিষ্ট অনেককেই। সাবেক ক্রিকেটারদের অনেকেই মুখ খুলেছে তা নিয়ে। পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটও আছেন এই দলে। তার মতে, এশিয়া কাপ এখন চায়ের কাপে পরিণত হয়েছে, যা আয়োজনের অফার যে কাউকেই দেওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন