News71.com
 Sports
 03 Nov 22, 03:22 PM
 288           
 0
 03 Nov 22, 03:22 PM

য়্যুভেন্তাসকে হারিয়েও শীর্ষস্থান ধরে রাখতে পারল না মেসিরা।।

য়্যুভেন্তাসকে হারিয়েও শীর্ষস্থান ধরে রাখতে পারল না মেসিরা।।

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এইচ’ এ নিজেদের শেষ ম্যাচে য়্যুভেন্তাসকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। প্রতিযোগিতাটির আরেক ম্যাচে ম্যাকাইবি হাইফাকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে মেসিদের হটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেনফিকা। তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার (০২ নভেম্বর) রাতের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন লিওনার্দো বোনুচ্চি। এরপর দ্বিতীয়ার্ধে বদলি নেমেই প্যারিসিয়ানদের হয়ে জয়সূচক গোলটি করেন নুনো মেন্দেস। অন্যদিকে একই গ্রুপের আরেক ম্যাচে ইসরায়েলের ক্লাব ম্যাকাইবির জালে একে একে হানা দেন বেনফিকার গঞ্জালো রামোস, পেতার মুসা, অ্যালেক্স গ্রিমালদো, রাফা সিলভা, হেনরিক আরাহো ও জোয়াও মারিও। গ্রুপ ‘এইচ’ থেকে পিএসজি ও বেনফিকা আগেই নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট। লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল য়্যুভেন্তাস ও ম্যাকাইবি। ইতালি ও ইসরায়েলের ক্লাবের জন্য শেষ ম্যাচ নিয়মরক্ষার হলেও, পিএসজি ও বেনফিকা মাঠে নেমেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। পয়েন্ট ব্যবধান সমান হলেও, গোল ব্যবধানে এগিয়ে ছিল প্যারিসিয়ানরা। কিন্তু শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মেসিদের হটিয়ে গ্রুপের গ্রুপের শীর্ষস্থান দখলে নিয়েই রাউন্ড-অব সিক্সটিনে পা রাখে পর্তুগালের ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সব ম্যাচশেষে ১৪ পয়েন্ট বেনফিকার। তাদের সমান সংখ্যক পয়েন্ট নিয়ে দুইয়ে পিএসজি। ৬ ম্যাচে সমান ৩ পয়েন্ট নিয়ে য়্যুভেন্তাস ও ম্যাকাইবি আসর থেকে ছিটকে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন