News71.com
 International
 13 Aug 20, 07:44 PM
 253           
 0
 13 Aug 20, 07:44 PM

ফিলিস্তিনের পশ্চিম গাজার একটি শরণার্থী স্কুলে ইসরায়েলের হামলা॥  

ফিলিস্তিনের পশ্চিম গাজার একটি শরণার্থী স্কুলে ইসরায়েলের হামলা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের পশ্চিম গাজার একটি শরণার্থী স্কুলে হামলা করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। আজ বৃহস্পতিবার গাজার আশ শাতি শরণার্থী ক্যাম্পের স্কুল ভবন আক্রমণের কারণে বিধ্বস্ত হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা কতৃক পরিচালিত স্কুলটিতে এখন শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়। আক্রমণে কেউ নিহত না হলেও অনেক ক্ষয়-ক্ষতি হয়। এদিকে স্কুলে আক্রমণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ।

হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেন, ‘গাজাবাসী বিদ্যমান দুঃখ-দুর্দশা বাড়াতে ইসরায়েল এমন আক্রমণ করেছে। জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় তারা করোনা মহামারিরোধে গৃহীত পদক্ষেপ ব্যহত করছে তাঁরা।’ ইসরায়েল সরকার গত সপ্তাহে গাজায় অবরোধ তীব্র করাসহ ইতিমধ্যে তেল সরবরাহ বন্ধ করেছে এবং সেখানকার জেলেদের জন্য মাছ ধরার স্থানও অত্যন্ত সীমাবদ্ধ করে। ইসারায়েলের পক্ষ থেকে বলা হয়, গাজা থেকে ইসরায়েলের উদ্দেশ্যে নিক্ষিপ্ত আগ্নেয় বেলুনের প্রতিক্রিয়ায় এ আক্রমণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন