News71.com
 International
 13 Aug 20, 11:33 AM
 259           
 0
 13 Aug 20, 11:33 AM

নারী সিনেটর কমলা হ্যারিসকে উপরাষ্ট্রপতির জায়গা দিলে পুরুষরা অপমানিত হতে পারেন॥ ডোনাল্ড ট্রাম্প  

নারী সিনেটর কমলা হ্যারিসকে উপরাষ্ট্রপতির জায়গা দিলে পুরুষরা অপমানিত হতে পারেন॥ ডোনাল্ড ট্রাম্প   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একজন নারীকে উপরাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়ার জন্য মার্কিন পুরুষরা অপমানিত হতে পারেন। গতকাল বুধবার (১২ আগস্ট) এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ডেমোক্রেট দলীয় নারী সিনেটর কমলা হ্যারিসকে উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বেছে নেয়ায় জো বাইডেনের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন। ট্রাম্পের নারীবিদ্বেষী এমন মন্তব্যে হতবাক গোটা আমেরিকা ।

এর আগে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভুত নারী কমলা হ্যারিসকে বেছে নেন উপরাষ্ট্রপতি পদে লড়াই করার জন্য। গত মঙ্গলবার (১১ আগস্ট) টুইট করে এই ঘোষণা করেন বাইডেন। তিনি জানান, সহযোদ্ধা হিসেবে কমলা হ্যারিসকে নির্বাচন করতে পেরে আমি গর্বিত। নির্ভীক যোদ্ধা। দেশের অন্যতম সেরা জননেতা। দু’জনে মিলে ট্রাম্পকে হারাব। কিন্তু জো বাইডেনের এমন সিদ্ধান্তের দিকে তীর্যক দৃষ্টি দিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেউ বলবেন, সিদ্ধান্তটি ভাল। কিন্তু অনেক পুরুষই অপমানিত হতে পারেন তার এই সিদ্ধান্তে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন