News71.com
 International
 29 May 20, 10:15 PM
 334           
 0
 29 May 20, 10:15 PM

ভারতে ৮০ শতাংশ চিকিৎসা সেবা চলছে অনলাইনে॥

ভারতে ৮০ শতাংশ চিকিৎসা সেবা চলছে অনলাইনে॥

আন্তর্জাতিক ডেস্কঃ পুরো বিশ্ব মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস থেকে রক্ষা পেতে মানুষ এখন ঘরবন্ধী। ভাইরাসে আক্রান্ত কমাতে ভারতে চলছে লকডাউন। যতই ঘরবন্ধী হোক অসুস্থ হলে চিকিৎসা সেবা থেকে দূরে থাকা প্রায় অসম্ভব। তাই ভারতে মানুষ সরাসরি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা না নিলেও ঘরে বসে অনলাইনে চিকিৎসা নিচ্ছে। এমনি এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ৮০ শতাংশ মানুষ এখন ঘরে বসে ভিডিও কল ও হোয়াটসঅ্যাপে চিকিৎসা সেবা নিচ্ছে। খুব বেশি সমস্যা না হলে সরাসরি ডাক্তারের কাছে যাচ্ছে না।

নয়া দিল্লীর মেদন্ত হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিনের পরিচালক সুশীলা কাটারিয়া বলেন, এই মুহূর্তে হাসপাতালে এসে চিকিৎসা সেবা নেয়া খুবই কষ্টকর। কিন্ত অসুস্থ হলে তো চিকিংসা নিতেই হবে। তাই বেড়ে গেছে অনলাইনে সেবা নেয়ার প্রবণতা। তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ হাসপাতালে এসে সেবা নিছে না। সবাই অনলাইনে সেবা নিচ্ছে। তিনি আরো বলেন, ডাক্তারের নির্ধারিত ফ্রি প্রদান করে তারপর মানুষ সেবা নিচ্ছে। করোনা কালে জনপ্রিয়তা পেয়েছে টেলিমেডিসিন সেবা, মানুষ ঘরে বসে এই সেবা নিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন