News71.com
 International
 05 Jul 25, 10:16 AM
 5           
 0
 05 Jul 25, 10:16 AM

আফগান সীমান্তে বিদ্রোহীদের বিরুদ্ধে পাক সেনার অভিযান॥নিহত ৩০  

আফগান সীমান্তে বিদ্রোহীদের বিরুদ্ধে পাক সেনার অভিযান॥নিহত ৩০   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহী দমনের নামে অভিযানে পরিচালনা করেছে পাক সেনা বাহিনী। অভিযান চলাকালে গত বৃহস্পতিবার রাত থেকে উত্তর ওয়াজ়িরিস্তানের হাসান খেল এলাকায় সেনা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় অন্তত ৩০ জন বিদ্রোহী নিহত হয়েছেন বলে পাক সেনার দাবি। পাক সেনার ‘আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ’ (‘ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন’ বা আইএসপিআর)-এর তরফে শুক্রবার দাবি করা হয়েছে, আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের সময় গুলির লড়াইয়ে ওই জঙ্গিদের মৃত্যু হয়েছে। নিহতেরা বিদ্রোহী সংগঠন ফিতনা-আল-খাওয়ারিজ়ের সদস্য বলে জানিয়েছে পাক ফৌজ।

উত্তর ওয়াজ়িরিস্তানের ওই এলাকায় আর এক বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সক্রিয়তাও রয়েছে। গত বছর থেকে দুই বিদ্রোহী সংগঠন হাত মিলিয়ে পাক সেনার বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালচ্ছে। একদা পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী ‘হক্কানি নেটওয়ার্ক’-এর নিয়ন্ত্রণে ছিল উত্তর ওয়াজ়িরিস্থান। ‘ভারত বিরোধী’ হিসাবে পরিচিত ওই গোষ্ঠীর নেতা সিরাজুদ্দিন হক্কানি আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন