News71.com
 International
 03 Jul 25, 10:39 AM
 8           
 0
 03 Jul 25, 10:39 AM

জনজীবন রক্ষায় আন্দোলনে নামছেন ইউরোপের পরিবেশকর্মীরা॥  

জনজীবন রক্ষায় আন্দোলনে নামছেন ইউরোপের পরিবেশকর্মীরা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের জনজীবন স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত। স্পেন, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, জার্মানি ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা এখন পর্যন্ত অন্যতম সর্বোচ্চ রেকর্ড। তবে জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ইউরোপের মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় তাপপ্রবাহ কমতে পারে। জার্মানির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পরিবেশের এই ভয়াবহ অবস্থায় ইউরোপের পরিবেশকর্মী ও তরুণরা রাস্তায় নেমে এসেছেন। তরুণদের বিভিন্ন সংগঠন ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্লাস্টিকমুক্ত ইউরোপ গড়ার জন্য বড় ধরনের প্রচারণা শুরু করেছে। পরিবেশবাদী সংগঠন ‘ফ্রাইডেস ফর ফিউচার স্ট্রাইক’ জানিয়েছে, আগামী শুক্রবার ও সাপ্তাহিক ছুটির দিনে ইউরোপের বিভিন্ন শহরে পরিবেশ রক্ষায় আন্দোলন ও সচেতনতা কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের নিয়ে আগামী ১৫ জুলাই ইউরোপীয় ইউনিয়নের কার্যালয় ব্রাসেলসে এক বিশাল গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। এই জমায়েত থেকে ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ রক্ষায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন