News71.com
 International
 30 Jun 25, 11:21 AM
 18           
 0
 30 Jun 25, 11:21 AM

আফ্রিকার দেশ তানজানিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ॥ ৩৮ জনের মৃত্যু  

আফ্রিকার দেশ তানজানিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ॥ ৩৮ জনের মৃত্যু   

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩৮ যাত্রী প্রাণ হারান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গত শনিবার (২৮ জুন) সন্ধ্যায় তানজানিয়ার কিলিমানজারো অঞ্চলের সাবাসাবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের একটি চাকার টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর তখনই সংঘর্ষের ঘটনা ঘটে। তানজানিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মোট ৩৮ জন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে দুজন নারী। পুড়ে যাওয়ার মাত্রা এতটাই বেশি ছিল যে, ৩৬ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।’ নিহতরা কোন দেশি বা তাদের জাতীয়তা কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় ২৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে প্রেসিডেন্ট কার্যালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন