News71.com
 International
 16 Apr 24, 11:47 AM
 28           
 0
 16 Apr 24, 11:47 AM

যুদ্ধাবস্থার মধ্যেই ইসরায়েলের জন্য ১ হাজার ৪শ কোটি ডলারের সহায়তা নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র॥

যুদ্ধাবস্থার মধ্যেই ইসরায়েলের জন্য ১ হাজার ৪শ কোটি ডলারের সহায়তা নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধাবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য স্থগিত করে রাখা একটি সহায়তা তহবিল নিয়ে আবারও ভাবতে শুরু করেছে । এবিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার গভীর রাতে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। যদিও সে সময় বাইডেন বলেছেন, ইরানের বিমান হামলার প্রতিক্রিয়ায় কোনো প্রতিশোধমূলক পদক্ষেপে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। উল্লেখ্য আগেরদিন ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে বেশকিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। যার প্রায সবগুলোই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

 

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাত কমাতে বিশ্বনেতাদের আহ্বানে বাইডেনও সুর মিলিয়েছেন। তবে ইসরায়েলের জন্য স্থগিত সহায়তা তহবিলটি যদি পাশ করিয়েই ফেলে বাইডেন প্রশাসন, তবে সহিংসতা কমার আশা শিগগিরই আলোর মুখ দেখবে না। কারণ, সে ক্ষেত্রে নেতানিয়াহুকে ১ হাজার ৪০০ কোটি ডলার সহায়তা পেতে সাহায্য করবে ওয়াশিংটন।  এর আগে, ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন ইরানী সেনাকর্মকর্তা নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন