নিউজ ডেস্ক: নওগাঁ সদর উপজেলায় রাইস মিলের ব্রয়লার ড্রাম বিস্ফোরণে ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হওয়া ২ জন শ্রমিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শ্রমিকরা হলেন, জেলা সদর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা শ্রমিক সাহেদ (৩৫) ও আনোয়ার হোসেন (৩৮)। আজ শনিবার সকালে উপজেলার লস্করপুর এলাকায় টুম্পা রাম রাইস মিলে এই ঘটনা ঘটে। আহত শ্রমিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নওগাঁ ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক (এডি) আব্দুর রশীদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।