নিউজ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাথী বাছাই নিয়ে খুলনা জেলায় চলছে তুলকালাম কান্ড । মুলত জেলা আওয়ামিলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের মধ্যে মত পার্থক্যের কারনে সমস্ত জেলাব্যাপি এ বিশৃক্ষলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোন পক্ষ কাউকে এক ইঞ্চিও ছাড় দিতে চান না। দু নেতার এ টানাটানির সুযোগে আওয়ামিলীগের মনোনয়নপ্রত্যাশী দলের ত্যাগি নেতা কর্মীরা বঞ্চিত হচ্ছেন। বেশিরভাগ স্থানে কৌশলে সুবিধাজনক সহান দখল করছেন সুবিধাবাদী ও নবাগতরা । জেলার এ দুই শীর্ষ নেতার বিরুদ্ধে মনোনয়ন বানিজ্যের অভিযোগ আনছেন অনেক নেতা কর্মী ।
উল্লেখ্য খুলনা জেলা আওয়ামিলীগের এ দন্ধ গত ৩ দিনে প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে । এটি এখন আর আলোচনা সমালোচনা বা বিবৃতি পর্যায়ে নেই, গড়িয়েছে রাজপথে। ভিন্ন ভিন্ন অঞ্চলে সাংবাদিক সন্মেলন, মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে আওয়ামিলীগের মত একটি ঐতিহ্যবাহী দলের জন্য তা আদৌ সুখবর নয়।
প্রাথী মনোনয়ন নিয়ে অনিয়মের অভিযোগ এনে গত সোমবার খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে আসেন খুলনা জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি খুলনা ৪ (রুপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোল্যা জালাল উদ্দিন । সাথে ছিল ৩ থানার কয়েকশ নেতাকর্মী । সাংবাদিক সন্মেলনে তারা লিখিত ব্ক্তব্যে অভিযোগ করেন দলীয় রীতিনীতি উপেক্ষা করে নজিরবিহীন ভাবে ইউপি নির্বাচনে নিজের পছন্দের প্রাথীদের মনোনিত করার জন্য এক রাতের মধ্যে তিন থানার সকল ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে। অভিযোগের তীর সরাসরি জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক খুলনা ৪ আসনের বর্তমান সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজার দিকে।
অপরদিকে বটিয়াঘাটা থানা আওয়ামিলীগের সভাপতি ও সাধারন সম্পাদক অভিযোগ করেন গত পরশু বিএনপির টিকিটে নির্বাচিত বটিয়াঘাটার ভান্ডারকোট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্যা ওরফে বাবুকে আওয়ামিলীগের দলীয় মনোনয়ন ফর্ম দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন খুলনা জেলা আওয়ামিলীগের সভাপতি শেখ হারুনর রশীদ। এ নিয়ে উত্তেজনা ছাড়লে জেলা সভাপতি শেখ হারুনের ভাইপো হাদী আওয়ামিলীগের থানা কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।
পরবর্তীতে গতকাল মঙ্গলবার তৃনমুলের নেতা কর্মীদের মতামত নিয়ে প্রাথী বাছাই চলাকালে আবারও হাদীর নেতৃত্বে আওয়ামিলীগের একাংশ ব্যাপক হামলা চালিয়ে মারপিঠ শুরু করে । আওয়ামিলীগের এ পক্ষ দাবী করে রাতারাতি ইউনিয়ন কমিটি দিয়ে দিয়ে নিজেদের পছন্দের প্রাথীদের মনোনীত করার চেষ্টা করছেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম। তার প্রতিবাদ স্বরুপ এই শেখ হারুনের সমর্থকরা প্রাথী বাছাই প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেয় ও থানা সদরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে জেলা সদর থেকে পাঠানো হয় অতিরিক্ত পুলিশ ও র্যাব। উল্লেখ্য খুলনার জেলা রাজনীতিতে আশরাফুল ইসলাম সাধারন সম্পাদক সুজার অনুসারি হিসেবে সুপরিচিত।
অন্যদিকে ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত ডুমুরিয়া উপজেলাতেও প্রাথী মনোনয়ন নিয়ে অনিয়মের অভিযোগ এনে আজ সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে হয়েছে। আওয়ামিলীগের ডুমুরিয়ার সভাপতি ও সাংসদ নারায়ন চন্দ্র চন্দ বর্তমানে প্রতিমন্ত্রী । ডুমুরিয়ার রাজনীতিতে তার ঘনিষ্ট বলে পরিচিত প্রতাপ চন্দ্র রায় সাংবাদিক সন্মেলন প্রাথী মনোনয়নে মন্ত্রীর বিরুদ্ধে অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ করেন। তার দাবি দলের ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে মন্ত্রী তার পছন্দের লোকদের মনোনয়ন দিয়েছেন।জানাগেছে ডুমুরিয়ার মনোনয়ন প্রাপ্তদের প্রাথমিক তালিকায় জেলা পুলিশের তালিকাভুক্ত একাধিক সন্ত্রাসী ও চরমপন্থীদের নাম রয়েছে।
এ জেলার বাকী থানা পাইকগাছা , কয়রা , দাকোপ ও ফুলতলাতেও মনোনয়নে ব্যাপক অনিয়ম ও মনোনয়ন বানিজ্যের অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে সমগ্র জেলাতে মনোনয়নের দৌড়ে জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মোস্তফা রশিদী সুজার অনুসারিরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে ।
জেলা আওয়ামিলীগের এ প্রকাশ্য দন্ধ, নেতাদের স্বজন প্রীতি ও মনোনয়ন বানিজ্যের কারনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ত্যাগি ও জনপ্রিয় প্রাথীদের মনোনিত হওয়ার সম্ভবনা খুবই কম। বেশীরভাগ ক্ষেত্রে দলে নবাগত ও টাকাওয়ালা প্রাথীদের মনোনয়ন পাওয়ার সম্ভবনাই বেশী। যদি সত্যি এমনটি হয় তাহলে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামিলীগের দূর্গ খ্যাত খুলনা জেলায় দলটির ফলাফল বিপর্যয় হতে পারে । এহেন পরিস্থিতিতে এই এলাকার আওয়ামিলীগকে রক্ষার সার্থে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি বেসরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ও তার নিজস্ব জরিপের ভিত্তিতে জনপ্রিয় ত্যাগি নেতাকর্মীদের প্রার্থী হিসেবে মনোনীত করবেন এমনটিই প্রত্যাশা করছেন দলটির ত্যাগি নেতাকর্মীরা।