News71.com
 Bangladesh
 04 Jul 21, 11:14 AM
 216           
 0
 04 Jul 21, 11:14 AM

টিভি শিল্পীরাও চলচ্চিত্র কল্যাণ ট্রাস্টের অন্তর্ভুক্ত হবেন॥ তথ্যমন্ত্রী

টিভি শিল্পীরাও চলচ্চিত্র কল্যাণ ট্রাস্টের অন্তর্ভুক্ত হবেন॥ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে পাশ হয়েছে প্রতীক্ষিত চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২১। টেলিভিশন অভিনয় শিল্পীরাও প্রযোজ্য ক্ষেত্রে এ আইনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শনিবার (০৩ জুলাই) দুপুরে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদ চত্বরে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্পীদের বহুদিনের দাবি ছিল, তাদের কল্যাণের জন্য একটি ট্রাস্ট গঠন করা। সেই ট্রাস্ট গঠন করার লক্ষ্যেই আজকে চলচ্চিত্র কল্যাণ ট্রাস্ট আইন সংসদে উপস্থাপন করা হয়েছিল এবং সেটি পাশ হয়েছে। বিএনপি, জাতীয় পার্টি, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সব আমলেই চলচ্চিত্রশিল্পীদের এই দাবি ছিল। কেউ তা পূরণ করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই দাবি পূরণ করা হবে এবং সার্বিকভাবে শিল্পীদের কল্যাণের জন্যই এ আইন পাশ হলো। ফলে শিল্পীদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা সম্ভব হবে।’


টিভি অভিনয় অঙ্গনের কথা জানিয়ে ড. হাছান বলেন, ‘টেলিভিশনে যারা অভিনয় করে, তাদের পক্ষ থেকেও দাবি দেয়া হয়েছিল, যেন তাদেরও এই আইনে অন্তর্ভুক্ত করা হয়। সেই দাবি তারা তথ্য মন্ত্রণালয়ে দেবার পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবরও দিয়েছিল। সেই প্রেক্ষিতে তারাও যেন এই ট্রাস্টের সুবিধা পায় সেটিও এই আইনে অন্তর্ভুক্ত করা আছে। টেলিফিল্মকেও সিনেমার সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন