News71.com
 Bangladesh
 03 Jul 21, 08:39 PM
 225           
 0
 03 Jul 21, 08:39 PM

লকডাউনে হেলমেটবিহীন বাইক চালিয়ে জরিমানা দিলেন ডিএনসিসির এক প্রকৌশলী॥

লকডাউনে হেলমেটবিহীন বাইক চালিয়ে জরিমানা দিলেন ডিএনসিসির এক প্রকৌশলী॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর ‘লকডাউন’। ‘লকডাউনের’ তৃতীয় দিনে রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে মোটরসাইকেলের গতিরোধ করায় সিটি করপোরেশনের পিকআপ ভ্যান দিয়ে কিছু সময়ের জন্য সড়ক আটকে দেন ডিএনসিসির (অঞ্চল-২) সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম।এই ঘটনায় মোটরসাইকেলে আরোহন অবস্থায় হেলমেট না পাড়ায় ওই প্রকৌশলীকে গুনতে হলো জরিমানা। শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে প্রকৌশলী আমিনুল মোটরসাইকেলে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পুলিশের চেকপোস্ট অতিক্রম করছিলেন। এমন সময় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট হেলমেট না থাকায় ওই দু’জনকে থামিয়ে তাদের কাছে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র না থাকায় প্রকৌশলী আমিনুলের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা চলতে থাকে। এভাবে বাকবিতণ্ডা চলে প্রায় আধাঘণ্টা। পরে পুলিশ মোটরসাইকেল আটক করে। কিছুক্ষণ পর ওই সহকারী প্রকৌশলী সিটি করপোরেশনের একটি পিকআপ ভ্যান নিয়ে আসেন। তিনি ১০ নম্বর গোলচত্বরের পশ্চিম পাশের পুরো রাস্তা পিকআপ ভ্যান দিয়ে আটকিয়ে দেন। কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তা বন্ধ করার কারণ জানতে চাইলে ওই প্রকৌশলী বলেন, সড়ক সংস্কার করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন