News71.com
 Bangladesh
 08 May 18, 12:36 PM
 202           
 0
 08 May 18, 12:36 PM

অনিবার্য কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ বোর্ড স্থগিত।।

অনিবার্য কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ বোর্ড স্থগিত।।

নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ বোর্ড (চাকরির পরীক্ষা ও সাক্ষাৎকার) স্থগিত করেছে প্রশাসন। আজ সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন,বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং অনিবার্য কারণেই বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। রেজিস্টার অফিস সূত্রে জানা যায়,সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড এবং আইটি সেলের কর্মকর্তাদের জন্য মোট ৫টি বোর্ডের তারিখ নির্ধারণ করা হয়। এর মধ্যে আজ সোমবার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এবং অগামী ১২ ও ১৩মে যথাক্রমে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসী বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া আগামী ১৪মে ইনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফী বিভাগের শিক্ষক এবং ১১মে আইটি সেলের কর্মকর্তা নিয়োগ বোর্ডের তারিখ নির্ধারণ করেছিল প্রশাসন। এতে ৪টি সহকারী অধ্যাপক ও ১২টি প্রভাষক বিজ্ঞপ্তি পদে মোট ১৬ জন শিক্ষক এবং আইটি সেলে পাঁচজন কর্মকর্তা নিয়োগ হবে। তবে অনিবার্য কারণে এই সকল বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,ক্যাম্পাসের অনবিভ্রত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বোর্ডগুলো সাময়িক বন্ধ করা হয়েছে। মন্ত্রণালয় ও বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলে অতিশীগ্রই বোর্ডের তারিখ ঘোষণা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন