News71.com
 Bangladesh
 26 Mar 16, 01:26 AM
 787           
 0
 26 Mar 16, 01:26 AM

সংসদের দেয়ালে বাংলার ইতিহাস......

সংসদের দেয়ালে বাংলার ইতিহাস......

নিউজ ডেস্কঃ ইতিহাস আর ইংরেজ শাসনের চিত্র; কখনও ৪৭ দেশভাগ, ৫২ মিছিল। আবার কখনও তর্জনি উঁচানো ৭ই মার্চের বঙ্গবন্ধু। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২ দিনের ‘থ্রিডি ভিডিও ম্যাপিং প্রদর্শনী’র উদ্বোধনীতে এ এমন দৃশ্য দেখা যায়।সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজক পরিকল্পনা মন্ত্রণালয়।

প্রদর্শনীর আগে সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সংসদ ভবনের দেয়ালে তিনটি পতাকার প্রতিবিম্ব দেখা যায়। পরে গানে গানে শুরু হয় এই আয়োজন।শুরুতে শিল্পী সাবিনা ইয়াসমিন, ফকির আলমগীর, রুমানা ইসলাম খান, কনক চাঁপা ও সৈয়দ আবদুল হাদীসহ অন্যরা সংগীত পরিবেশন করেন।রপর রাত পৌনে ১০টার দিকে পলাশীর ঘটনা দিয়ে শুরু হয় ‘থ্রিডি ভিডিও ম্যাপিং’ প্রদর্শনী। এই থ্রিডি প্রদর্শনীর প্রথম পর্বে একে একে দেখানো হয় ৪৭এর দেশভাগ কাহিনী, ৫২ মিছিল, আবার কখনো আঙুল উচিয়ে বক্তব্য দেওয়া বঙ্গবন্ধু।

প্রদর্শনীর দ্বিতীয় অংশটি দেখানো হবে শনিবার।প্রথম দিনের থ্রিডি প্রদর্শনীর পর শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা একটি একক সংগীত পরিবেশন করেন। পরে তিনি শিক্ষার্থীদের নিয়ে আরেকটি দলগত সংগীত পরিবেশন করে।পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে ‘ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স’ এই থ্রিডি প্রদর্শনীটি উপস্থাপন করে। ওয়ান মোর জিরো কমিউনিকেশন্সের কর্মকর্তা জানান এই থ্রিডি প্রদর্শনীর প্রথম অংশ ৪০ মিনিটের, যা আজ দেখানো হয়। আরেকটি অংশ রয়েছে সেটা আগামীকাল (শনিবার) দেখানো হবে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন