News71.com
 Bangladesh
 23 Aug 16, 11:58 AM
 370           
 0
 23 Aug 16, 11:58 AM

ভূমিকম্প আতঙ্কে লাফিয়ে পড়ে শাবি শিক্ষার্থী তানভির আহত

ভূমিকম্প আতঙ্কে লাফিয়ে পড়ে শাবি শিক্ষার্থী তানভির আহত

 

নিউজ ডেস্ক: ভূমিকম্পের সময় দোতলা থেকে লাফ দিতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম তানভীর কবির। আহত তানভীর পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমস্টিারের ছাত্র এবং সৈয়দ মুজতবা আলী হলের ২০৮ নম্বর রুমের বাসিন্দা।

ওই হলের বাসিন্দা ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. আল আমিন বলেছেন, আজ মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হলে ভয় পেয়ে তানভীর দোতলা থেকে লাফ দেয়। তখন ওই সময় তার হাত ভেঙে যায় এবং রক্তক্ষরণ হয়। পরে হলের শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন