News71.com
 Entertaintment
 14 Jul 16, 05:39 PM
 1337           
 0
 14 Jul 16, 05:39 PM

বাবা হলেন টলিউড অভিনেতা সোহম

বাবা হলেন টলিউড অভিনেতা সোহম

বিনোদন ডেস্ক: এবার বাবা হয়েছেন টলিউডের সুপার অভিনেতা সোহম চক্রবর্তী। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পশ্চিমবঙ্গের ভাগীরথী নেওটিয়াতে এক পুত্র সন্তানের জন্ম দেন সোহমের স্ত্রী তানিয়া। ২০১২ সালে তানিয়ার সঙ্গে বিয়ে হয় সোহমের। বাবা হওয়ার খবরে এখন আনন্দে আত্মহারা অভিনেতা সোহম।

শিশু অভিনেতা দিয়ে টলিউডে অভিষেক সোহমের। পরবর্তীকালে তার ঝুলিতে এসেছে আরও অনেক হিট ছবি। সম্প্রতিক সময়ে সক্রিয় রাজনীতিতেও যোগ দিয়েছেন তিনি। ছেলের জন্মের খবর প্রকাশ হতেই টলিউডে জোর গুঞ্জন শুরু হয়ে যায়, ছেলের কী নাম রাখতে পারেন তিনি? এটা নিয়ে সবার মনে তোলপাড় শুরু হয় সবার মনে। তারপরে জানা গেছে, সোহম তার ছেলের নাম রেখেছেন 'সাঁঝ'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন