News71.com
 Entertaintment
 19 Jun 16, 10:19 PM
 962           
 0
 19 Jun 16, 10:19 PM

বলিউড অভিনেতা অজয় দেবগন বাবা দিবসে শিশুদের ভালবাসায় সিক্ত

বলিউড অভিনেতা অজয় দেবগন বাবা দিবসে শিশুদের ভালবাসায় সিক্ত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অজয় দেবগন দুই সন্তানের বাবা। মেয়ে নাইসা ও ছেলে যুগ। কিন্তু আজ বাবা দিবসে তিনি শুভেচ্ছা পেয়েছেন অসংখ্য সন্তানের কাছ থেকে। বাবা দিবসের এই বিশেষ দিনটিতে অজয় হাজির হয়েছিলেন সুবিধাবঞ্চিত কিছু শিশুর কাছে। তাদের সঙ্গে বাবা দিবসের আনন্দঘন কিছু মুহূর্ত কাটিয়ে এসেছেন এই তারকা। আর পেয়েছেন সেই শিশুদের অপার ভালোবাসা।


বেশ কিছুদিন ধরেই স্মাইল নামে একটি এনজিওকে নিয়মিত সহায়তা করে আসছেন অজয় দেবগন। মুম্বাইয়ের জুহুতে সেই এনজিওর অফিসেই আজকে হাজির হয়েছিলেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তিনি বাবা দিবস উপলক্ষে উপহার নিয়ে গিয়েছিলেন। আর সেখানকার শিশুরাও প্রিয় এই অভিনেতাকে বাবা দিবসের কার্ড দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আজকের একটি ভিডিও টুইটারে এ কথা প্রকাশ করেছেন অজয়।


এক টুইট বার্তায় অজয় লিখেছেন, ‘ ধন্যবাদ, তোমাদের এই অসীম ভালোবাসার জন্য। এত এত সন্তান বাবা দিবসে আমাকে তাঁদের ভালোবাসার ভাগ দিয়েছে। আমি সত্যিই সৌভাগ্যবান।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন