বিনোদন ডেস্ক: সালমান খানের সঙ্গে অভিনয়ের মধ্যে দিয়ে একটি মাইলস্টোন পার করলেন নায়িকা৷ বলিউডের তিন খানের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করলেন৷ পাশাপাশি, তাঁর ভেঙে যাওয়া সম্পর্কও জোড়া লেগে গেছে ইতিমধ্যে। কেরিয়ার এবং লাভলাইফ এক কথায় বেশ ভালই যাচ্ছে আনুশকা শর্মার৷ শোনা যাচ্ছে মনের মানুষের কাছাকাছি থাকতে মুম্বাইতে এক আলিশান ফ্ল্যাট কিনছেন বিরাট৷ ভালবাসার টানে এবার তিনি একেবারে আনুশকার পাড়ায় এসে হাজির৷
শোনা যাচ্ছে, ওরলিতে ৩৪ কোটির ফ্ল্যাট কিনছেন তিনি৷ বিলাসবহুল এই ফ্ল্যাটে বিরাট একাই থাকবেন নাকি একেবারে নতুন সংসার পাততে চলেছেন তা যদিও জানতে পারা যায়নি এখনো৷ কিন্তু এতকিছুর পরও সন্তুষ্ট নন আনুশকা!
বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে সব পেয়েও নায়িকা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ ‘সুলতান’ ছবির শুটিংয়ের সময় নাকি এক ব্যাকগ্রাউন্ড ডান্সারের রূপ এবং নাচের দক্ষতা দেখে একপ্রকার ঘাবড়েই গিয়েছিলেন আনুশকা৷ সেই শিল্পী আনুশকার পাশেই নাচছিলেন৷ কিন্তু দেমাকি নায়িকা নাকি ওই শিল্পীর নাচ দেখে প্রশংসা করেননি!