News71.com
 Entertaintment
 13 Jun 16, 10:11 PM
 1102           
 0
 13 Jun 16, 10:11 PM

নিজের প্রোডাকশন হাউজ থেকে ভোজপুরী ছবি বানিয়ে অপমানিত হলেন বলিউড তারকা অভিনেত্রী প্রিয়াংকা

নিজের প্রোডাকশন হাউজ থেকে ভোজপুরী ছবি বানিয়ে অপমানিত হলেন বলিউড তারকা অভিনেত্রী প্রিয়াংকা

বিনোদন ডেস্ক: নিজের প্রোডাকশন হাউস থেকে ভোজপুরী ছবি বানিয়ে অপমানিত হতে হলো প্রিয়াঙ্কা চোপড়াকে। এই প্রথমবার নিজের প্রোডাকশন হাউস থেকে ছবি বানালেন তিনি। আর সেই ছবি মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে।


ভোজপুরী পরিচালকরা জানান, এই ছবিতে এমন কিছু অশ্লীল দৃশ্য দেখানো হয়েছে যা ঠিক নয়। তাই ভোজপুরী পরিচালকরা একত্রিত হয়ে এই ছবির প্রতি নিজেদের আপত্তির কথা জানিয়ে তাঁকে একটা চিঠি দিয়েছেন। এমনকী এই ছবি প্রসঙ্গে পরিচালক নীতিন এন চন্দ্র বলেন, এক সময় আমি আমার মাতৃভাষাকে জিইয়ে রাখার জন্য লড়াই করেছি। তবে প্রিয়াঙ্কা এই ছবি বানিয়ে সমগ্র ভোজপুরী জাতিকে ছোটো করেছেন। এমনকী তাঁর পদ্মশ্রী পুরস্কারকেও অসম্মান করেছেন তিনি। এই ঘটনার জন্য দুঃখিত হয়ে প্রিয়াঙ্কাকে চিঠি পাঠিয়েছেন পরিচালক।


তবে প্রিয়াঙ্কা এই ছবিতে কোনও অশ্লীলতা দেখাননি বলে দাবি করেছেন। দেশি গার্লের মন্তব্য, তিনি আঞ্চলিক ছবিকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দিতে চান। ছবির নাম “বম বম বল রাহা হ্যায় কাশি”। ছবিতে অভিনয় করেছেন ভোজপুরী অভিনেতা দিনেশলাল নিয়ারাহুয়া এবং আম্রপলি দুবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন