News71.com
 Entertaintment
 11 Jun 16, 12:28 PM
 1226           
 0
 11 Jun 16, 12:28 PM

নাতালি পোর্টম্যান খ্যাত ইরানি অভিনেত্রী হাতে ট্যাটু নিয়ে বিপাকে

নাতালি পোর্টম্যান খ্যাত ইরানি অভিনেত্রী হাতে ট্যাটু নিয়ে বিপাকে

বিনোদন ডেস্ক: ‘দ্য সেলসম্যান’ ছবির সুবাদে কয়েকদিন আগেই কান চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার জিতেছেন ইরানি অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। কান থেকে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে এই অভিনেত্রীর হাতে আঁকা ‘উইমেন পাওয়ার’ ট্যাটু, যা নারীবাদীদের প্রতীক হিসেবে পরিচিত। এর পর থেকেই আলোচনা-সমালোচনার ঝড়।

এই অভিনেত্রীর বিরোধিতা করে একজন টুইট করেছেন এভাবে যে ট্যাটুর মাধ্যমে তারানেহ ‘বিদেশি’ মনোভাবের প্রচার করছেন। আবার আলিদুস্তির সমর্থনেও সরব ছিলেন অনেক ভক্ত। এক নারী ভক্ত লিখেন, এখন যখন আমি চিন্তা করি আমি বুঝতে পারি যে অনেক আগে থেকেই আমিও নারীবাদী ছিলাম।

অস্কার জয়ী ইরানী পরিচালক আসগর ফরহাদির সাম্প্রতিক নির্মাণ ‘দ্য সেলসম্যান’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আলিদুস্তি এবং সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে সেরা-চিত্রনাট্য এবং সেরা অভিনেতার পুরস্কার লাভ করে।

ইরানের ‘নাতালি পোর্টম্যান’ নামে অভিহিত ৩২ বয়সী এই অভিনেত্রীর দাবী, তাঁর হাতের এই প্রতীকটি নিছক ‘গর্ভপাতের অধিকার’ এর প্রতি সমর্থন ছাড়া আর কিছুই নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন