News71.com
 Entertaintment
 30 Jul 16, 01:20 PM
 834           
 0
 30 Jul 16, 01:20 PM

বিয়ে করলেন বাংলা সিনেমা 'মুসাফির' নায়িকা মারজান!

বিয়ে করলেন বাংলা সিনেমা 'মুসাফির' নায়িকা মারজান!

বিনোদন ডেস্ক: বিয়ে করলেন 'মুসাফির' ছবির নায়িকা মারজান জেনিফা। পাত্র একই ছবির প্রযোজক জোবায়ের আলম। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছিল, দীর্ঘদিন ধরে তাদের ২ জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্রে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা। কিন্তু কবে তাদের বিয়ে হয়েছে সেটি নিশ্চিত না করা গেলেও গতকাল শুক্রবার গভীর রাতে ফেসবুকে দু'জনের বিয়ের ছবি এবং রিলেশন স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এই বিষয়ে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১০টা নাগাদ জোবায়ের আলম তার ফেসবুক রিলেশনে ‘ম্যারিড উইথ মারজান জেনিফার’ দেন। আর একই সঙ্গে জেনিফা তার রিলেশনে 'ম্যারিড উইথ জোবায়ের আলম' দেন। এরপরই ওই স্ট্যাটাসে একাধিক শুভেচ্ছাসূচক মন্তব্য দেখা গেছে। তার মধ্যে ‘মুসাফির’ নির্মাতা আশিকুর রহমান তার ছবির নায়িকা-প্রযোজককে শুভেচ্ছা জানান। প্রতি উত্তরে জোবায়ের ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ, আরেফিন শুভ অভিনীত ‘মুসাফির’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষিক্ত হন চিত্রনায়িকা মারজান জেনিফার। আশিকুর রহমান পরিচালিত এই ছবিটি প্রযোজনায় ছিলেন জোবায়ের আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন