News71.com
 Bangladesh
 17 Jun 22, 07:26 PM
 1097           
 0
 17 Jun 22, 07:26 PM

ওসমানী বিমানবন্দর তিন দিন বন্ধ ঘোষণা।।

ওসমানী বিমানবন্দর তিন দিন বন্ধ ঘোষণা।।

নিউজ ডেস্কঃ রানওয়েতে পানি ওঠায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে বন্যার পানি রানওয়ে স্পর্শ করায় বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সিলেটসহ হাওড়াঞ্চলে দেখা দিয়েছে আবারও ভয়াবহ বন্যা। সিলেট ও সুনামগঞ্জের প্রায় সব কটি উপজেলা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ।এ অবস্থায় পানিবন্দিদের উদ্ধারে প্রশাসনের সঙ্গে মাঠে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন