নিউজ ডেস্কঃ রানওয়েতে পানি ওঠায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দুপুরে বন্যার পানি রানওয়ে স্পর্শ করায় বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সিলেটসহ হাওড়াঞ্চলে দেখা দিয়েছে আবারও ভয়াবহ বন্যা। সিলেট ও সুনামগঞ্জের প্রায় সব কটি উপজেলা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ।এ অবস্থায় পানিবন্দিদের উদ্ধারে প্রশাসনের সঙ্গে মাঠে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও।