News71.com
 Bangladesh
 16 Aug 17, 12:35 PM
 1242           
 0
 16 Aug 17, 12:35 PM

দিনাজপুরে বন্যায় নিখোঁজ আরও তিনজনের মরদেহ উদ্ধার।।  

দিনাজপুরে বন্যায় নিখোঁজ আরও তিনজনের মরদেহ উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে নিখোঁজ আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন গড়বাড়ী গ্রামের মুলিয়া মুরমু (৬৭),আব্দুস সাত্তার (৬৫) ও মফিজুর রহমান (২০)। গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে। এ ঘটনার সত্যতা স্বীকার করে বিরল থানার ওসি আব্দুল মজিদ সোংবাদিকদের বলেছেন,মৃতরা সবাই পানিতে ডুবে মারা গেছেন।

এদের মধ্যে গত সোমবার পানিতে ডুবে নিখোঁজ মুলিয়া মুরমুরের মরদেহ মঙ্গলবার উদ্ধার করা হয়। এ ছাড়া আব্দুস সাত্তার ও মফিজুর রহমান গতকাল মঙ্গলবার বন্যার পানির স্রোতে তলিয়ে গিয়ে মারা যান। এ ছাড়াও বন্যার পানিতে ডুবে দুজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তাদের সন্ধানে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পায়নি উদ্ধারকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন