নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন,দেশের ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এদেশ অবশ্যই উন্নত দেশে পরিণত হবে। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সরকার সর্বক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। ফলে মানুষের মাথা পিছু আয় বেড়েছে। মৎস্য চাষ ও উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৪র্থ স্থানে অবস্থান করছে। পাশাপাশি অনেকেই মৎস্য চাষ করে সফলতা অর্জন করেছেন।
আজ দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যা্লি পরবর্ত্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীরের সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার আনিসুর রহমানের সঞ্চালোনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ পূরবী রাণী। মৎস্য চাষীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাইনুল ইসলাম।
এসময় বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আব্দুল লতিফ,একেএম মোস্তাফিজুর রহমান বাবু,সহ-সভাপতি সবুজার সিদ্দিক সাগর, যুগ্ন-সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, জেলা পরিষদের সদস্য সুফিয়া নাহার মঞ্জু, আকবর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফজালুল আনাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম, থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।