News71.com
 Bangladesh
 02 Aug 19, 01:26 PM
 1004           
 0
 02 Aug 19, 01:26 PM

শিবগঞ্জে ১২হাজার পিস ইয়াবা উদ্ধার।।

শিবগঞ্জে ১২হাজার পিস ইয়াবা উদ্ধার।।

নিউজ ডেস্কঃ শিবগঞ্জের ওহেদপুর সীমান্ত এলাকা থেকে ১২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ বিজিবির ৫৩ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওহেদপুর বিওপির কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ওহেদপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। ওই এলাকার ১০/৩ এস নং পিলার হতে আনুমানিক ২০গজ অভ্যন্তরে পাকা ইউনিয়নের শ্যামপুর মাঠে অভিযানকালে সন্দেহজন এক ব্যক্তিকে তল্লাশী করতে চাইলে সে একটি একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশী করে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন