নিউজ ডেস্কঃ নওগাঁর ধামইরহাট উপজেলার রামরামপুর তেলিপাড়া গ্রামে নেশাগ্রস্ত স্বামীর হাঁসুয়ার কোপে সাবিনা (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছে। গতকাল সোমবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী নূর মোহাম্মদ (৩৮) পলাতক রয়েছেন। পুলিশ জানায়, রাতে নেশাগ্রস্ত অবস্থায় নূর মোহাম্মদ বাড়ি ফিরে। এ নিয়ে এক পর্যায়ে ঝগড়ায় জড়িয়ে স্ত্রী সাবিনাকে মারপিট শুরু করে। মারপিটের সময় ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীর পিঠে কোপ দেয় নূর মোহাম্মদ। এতে ধারালো হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ সাবিনা। এ সময় প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যায় নূর মোহাম্মদ। ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, নেশা করতে নিষেধ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। রাতেই নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আর নূর মোহাম্মদকে গ্রেফতারের চেষ্টা চলছে।