News71.com
 Bangladesh
 03 Jul 19, 09:15 PM
 1047           
 0
 03 Jul 19, 09:15 PM

বগুড়ায় ট্রাক খাদে পড়ে যুবক নিহত।।

বগুড়ায় ট্রাক খাদে পড়ে যুবক নিহত।।

নিউজ ডেস্কঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের তেলিগাড়ী নামক স্থানে চলন্ত ট্রাক উল্টে খাদে পড়ে রুহুল আমিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলা সদরের তেলিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখাউড়া থানার চানপাড়া গ্রামের ফজু মিয়ার ছেলে। জানা গেছে, ঘটনার দিন সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে সান্তাহার থেকে বগুড়া যাওয়ার পথে তেলিগাড়ী নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ট্রাক দুর্ঘটনা এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন