নিউজ ডেস্কঃ রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের প্রত্যেকটি জেলায় প্রফেশনায় প্রশিক্ষণ ইনস্টিটিউট খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে অনেক পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে উঠেছে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে প্রফেশনাল প্রশিক্ষণ ইনস্টিটিউট খোলা হবে। গতকাল শনিবার রাতে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ভিউজ এক্সচেঞ্জ অন কোয়ালিটি এডুকেশন শিরোনামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় রাজশাহীতে জাপান-বাংলাদেশ মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা হয়। সভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী যেহেতু শিক্ষা নগরী, এখানে আরও শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হলে সেটা মানান-সই হয়।
জাপান বাংলাদেশের অত্যন্ত পুরোনো বন্ধু। রাজশাহীতে এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান যদি জাপান গড়ে তুলতে চায়, তবে যত রকম সহযোগিতা দরকার, তা করবো। কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করে মেয়র লিটন আরো বলেন, নামেমাত্র উচ্চ ডিগ্রি নিয়ে বেকার হয়ে পরিবারের বোঝা হয়ে না থেকে, দক্ষ হলে অর্থ উপার্জন হবে। রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী। সম্মানিত অতিথি ছিলেন জাপানের কিউসু ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যাপক ড. অ্যাডমুন্ড সুজি ওতাবে। জাপানের ইউনিভার্সিটি অব ইকোনোমিক্স এর অধ্যাপক ড. মোখলেছুর রহমান বেসিক এডুকেশন অব বাংলাদেশ ওয়ান আইডেনটিটি ওয়ান ভিশন’ শীর্ষক কি-নোট উপস্থাপন করেন।