News71.com
 Bangladesh
 28 Dec 18, 11:23 AM
 1181           
 0
 28 Dec 18, 11:23 AM

বগুড়ায় মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ।

বগুড়ায় মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ।

নিউজ ডেস্কঃ নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বগুড়া ২ শিবগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়,গতকাল বৃহস্পতিবার মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভা শেষে বগুড়ার হোটেল নাজগার্ডেনে উঠেন। সন্ধ্যার পর ৫ থেকে ৭ জনের একদল গোয়েন্দা পুলিশ ওই হোটেলে যান। এসময় মান্না তার রুম থেকে নেমে এসে গোয়েন্দা পুলিশদের বলেন আপনারা কি আমাকে নিতে এসেছেন? এসময় গোয়েন্দা পুলিশ বলেন, ওপরের নির্দেশে এসেছি। হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থপনা পরিচালক মুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানা জানান,সন্ধ্যার পর মাহমুদুর রহমান মান্না আমাদের হোটেলে আসলে কয়েকজন গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। মাহমুদুর রহমান মান্না হোটেলে অবস্থান করলেও গোয়েন্দা পুলিশ বাইরে চলে গেছে। এদিকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান,হোটেল নাজগার্ডেনে পুলিশের কোনো দল যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন