News71.com
 Bangladesh
 06 Nov 18, 04:58 AM
 1280           
 0
 06 Nov 18, 04:58 AM

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ ২ যুবক গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ।।

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ ২ যুবক গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ।।

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ দুই যুবককে গ্রেফতার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগরীর উত্তর মহিষবাথান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন, রাজপাড়া থানার সুফিয়ানের মোড়ের শহিদুল ইসলামের ছেলে মিনহাজ্ব (২১) ও কর্ণহার থানার শিশাপাড়ার আনোয়ারের ছেলে জনি (২০)। তাদের অস্ত্রসহ রাজপাড়া থানায় হস্তান্তর এবং মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন