নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জর জেলা শহরের উপকণ্ঠ রেহাইচর এলাকায় সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৪০) ও পিয়াস আলী (২৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, নিহত তরিকুল তার সহযোগী পিয়াসকে নিয়ে মোটরসাইকেল যোগে বারোঘরিয়ার দিকে যাওয়ার সময় আজ রবিবার দুপুর পৌনে একটার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোলপ্লাজা এলাকায় পৌঁছলে পেছন থেকে সোনামজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক তরিকুল ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় পিয়াসকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক ও চালকের সহকারি আটক হলেও চালক পলাতক বলে জানান ওসি।