News71.com
 Bangladesh
 18 May 18, 04:10 AM
 1343           
 0
 18 May 18, 04:10 AM

চাঁপাইনবাবগঞ্জে র‍‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জে র‍‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

 নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জানা যায়নি। আজ শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার চার নম্বর বেঁড়িবাধের তাঁতীপাড়া ঘাটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ছয় কেজি সাতশ’ গ্রাম গাঁজা, দু’টি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং দু’টি ম্যাগজিন জব্দ করা হয়। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি আবুল খায়ের জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও র্যায়বের একটি দল মাদক বিরোধী অভিযানে বের হয়। পরে তাঁতিপাড়া ঘাটে কয়েকজন মাদক বিক্রেতা মাদক হস্তান্তর করছে জানতে পেরে র্যামব সদস্যরা সেখানে অভিযানে যায়। এ সময় মাদক বিক্রেতারা র্যা্ব সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ওই মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হন এবং তার বাকি সঙ্গীরা পালিয়ে পালিয়ে যায়। পরে আজ শুক্রবার ভোরে র্যা ব সদস্যরা আহত মাদক বিক্রেতাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন