নিউজ ডেস্কঃ পাবনার চাটমোহরে ট্রেনের নিচে মাথা দিয়ে সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।আজ শুক্রবার সকাল ১০টায় ঈশ্বরদী-ঢাকা রেলরুটের চাটমোহর রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।নিহত সিরাজুল পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সরাবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।চাটমোহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, স্টেশন থেকে অদূরে রেললাইনের ওপর বসেছিলেন সিরাজুল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর প্লাটফর্মে ঢোকার আগে বার বার হুইসেল বাজাচ্ছিল। হুইসেলের শব্দ শুনেও সিরাজুল বসেই থাকেন। পরে ট্রেনটি কাছে আসা মাত্রই তিনি ট্টেনের নিচে মাথা পেতে দেন। এতে তার শরীর মাথা থেকে আলাদা হয়ে যায়।
নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি চিকিৎসার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে অনেকের ধারণা।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, নিহত সিরাজুল এর দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।