নিউজ ডেস্কঃ খুলনার ডুমুরিয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও পথচারী রয়েছেন। শনিবার (২১ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় কাঁঠালতলা বাজারে তিনটি দোকান ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভদ্রা নদীর তীরে কাঁঠালতলা মাঠের জমি নিয়ে স্কুল শিক্ষক তাপস বসাকের সঙ্গে মাঠ কমিটির সদস্য ও কাঁঠালতলা বাজারের ব্যবসায়ী শংকর নাথের পূর্ব শত্রুতা ছিল। শনিবার দুজনের বিবাদ চরমে ওঠে। এর জের ধরে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বাজার থেকে শংকর নাথকে ধরে এনে স্কুলের অভ্যন্তরে বেধড়ক মারধর করে। ঘটনাটি জানতে পেরে স্কুলের প্রধান শিক্ষক স ম আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে শংকর নাথকে উদ্ধার করে তার কক্ষে নিয়ে যান। এদিকে বাজার কমিটির লোকজন ব্যবসায়ীকে মারধরের খবর পেয়ে স্কুলে উপস্থিত হন। তাদের সঙ্গে শিক্ষকদের কথা কাটাকাটি হয়।