News71.com
 Bangladesh
 02 May 22, 11:46 PM
 527           
 0
 02 May 22, 11:46 PM

শৈলকুপায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু।।

শৈলকুপায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ  ঝিনাইদাহের শৈলকুপায় উপজেলার পূর্ব মাদলা গ্রামে পানিতে ডুবে লুবনা খাতুন (১০) ও সুমাইয়া খাতুন (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০২ মে) বিকেলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সুমাইয়া ওই গ্রামের আমজাদ মোল্লা ও লুবনা একই গ্রামের লিটন মোল্লার মেয়ে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সুমাইয়া ও লুবনা। গোসল করতে গিয়ে অন্যরা বাড়িতে ফিরে এলেও সুমাইয়া ও লুবনা ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাদের পেয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন