নিউজ ডেস্কঃ সাতক্ষীরার তালা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটি বিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, মঙ্গলানন্দকাটি গ্রামের সিরাজুল দফাদার (৫৪), তার স্ত্রী রেহেনা বেগম (৪৫), ছেলে হাসানুর দফাদার (২৪) ও কালাম দফাদার (৪২)। এছাড়া সংঘর্ষের ঘটনায় আটকরা হলেন- ওই এলাকার মিজানুর সরদার (৫০), সাজ্জাত দফাদার (৫৫) ও বারিক দফাদার (৪২)।
স্থানীয়রা জানান, খলিষখালী মৌজার মঙ্গলানন্দকাটি বিলে তিন একর জমি নিয়ে গোবিন্দ লাল ঘোষের সঙ্গে মঙ্গলানন্দকাটি গ্রামের কালাম দফাদার, বারিক দফাদার ও কাদের দফাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতোপূর্বেও একাধিকবার সংঘর্ষে ঘটনা, মামলা ও হামলা হয়েছে। শুক্রবার সকালে গোবিন্দ ঘোষের বর্গাচাষী আক্তার শেখ, মিজানুর সরদার, সিরাজুল দফাদার, আবু সাইদ ও হাসানুর দফাদার ওই জমিতে চাষকৃত ধান কাটতে গেলে একই এলাকার কালাম দফাদার ও তার সহযোগীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সিরাজুল দফাদার, তার স্ত্রী রেহেনা বেগম, ছেলে হাসানুর দফাদার এবং কালাম দফাদার আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠিয়েছে।