News71.com
 Bangladesh
 25 Mar 22, 11:05 AM
 444           
 0
 25 Mar 22, 11:05 AM

নড়াইলে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল॥ ৩টি বোমা বিস্ফোরণ

নড়াইলে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল॥ ৩টি বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্কঃ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দল মাথা চাড়া দিয়ে উঠছে। বুধবার (২৩ মার্চ) রাতে নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ১০০ গজের মধ্যে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার শুরু নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের নবীন বরণের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। এর জের ধরে ৮ মার্চ সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান পলাশ ও সহ সম্পাদক অলিপ হাসানকে সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপ তাদের লোহার রড দিয়ে মারধর করে।

এরপর মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নড়াইল ভিক্টোরিয়া কলেজের একটি কমিটির ঘোষণা আসে। এটা কেন্দ্র করে ছাত্রলীগের একটি গ্রুপ ওই রাত সাড়ে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে পুরাতন টার্মিনাল গোলচত্ত্বর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করে। এসময় তারা নড়াইল-যশোর সড়ক অবরোধ করেন ও সাধারণ সম্পাদক রাকিবুজ্জমান পলাশের বিরুদ্ধে নানা স্লোগান দেন বলে জানা গেছে। বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ১০০ গজের মধ্যে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা এ সব ঘটনার প্রতিফলন বলে ছাত্র নেতাদের ধারণা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন